

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে বেশি দামে পণ্য বিক্রি ও দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ) দুপুরে ঈশ্বরদী উপজেলার আরমবাড়িয়া বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।
দণ্ডপ্রাপ্ত হলেন আবুল কালাম।
স্থানীয় বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জান গেছে, ওই ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। একই সঙ্গে দোকানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন করেননি। দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার ভূমি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে জরিমানা করা হয়।