



ঈশ্বরদীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে তিনদিনের ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।
আয়োজনের প্রথম দিন আজ শুক্রবার (১৯ এপ্রিল) জুম্মা নামাজে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু। এ সময় তিনি উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তখন তিনি ইসলাম ধর্মের মাহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আসুন, সকল প্রকার ধর্মান্ধতা ও কূপমণ্ডুকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
এছাড়াও শুক্রবার মাগরিবের নামাজের পর ধর্মীয় আলোচনা করবেন- কুষ্টিয়া আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা রাশেদুল ইসলাম। শনিবার (২০ এপ্রিল) দ্বিতীয় দিন আলোচনা করবেন- বগুড়া জামিল মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা ইয়াকুব (দাঃবাঃ)। শেষ দিন রোববার (২১ এপ্রিল) বক্তব্য রাখবেন সিরাজগঞ্জে হাজিবাড়ী মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম (দাঃবাঃ)।
আলহাজ্ব পাঞ্চাব আলী খান ওয়াকফ্ এষ্টেট (ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ) এর মোতাওয়াল্লী রোকনুজ্জামান খান পাভেল তিনদিন ব্যাপী এই ধর্মীয় আলোচনা সভায় সকল মুসল্লিদের উপস্থিত থাকার অনুরোধ করেন।