

ঈশ্বরদী উপজেলায় প্রায় সাড়ে ২৫ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৮৮ গ্রাহকের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঈশ্বরদী পল্লী বিদ্যুতের আওতাধীন দাশুড়িয়াসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। এসময় দাশুড়িয়ার ২টি প্লাস্টিক কারখানা, ১টি পোলট্রি ফার্মসহ ১৫ গ্রাহকের ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ টাকার বিল বকেয়ার কারণে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য দল ১১ লাখ ৯২ হাজার ৪৬৭ টাকা বকেয়ার কারণে ২৭৩ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
মমতাজ মহল জানান, ২৫ লক্ষ ৫৭ হাজার ৬৭১ টাকা বকেয়া থাকায় ২৮৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।