

ফাইল ছবি
বিশ্ব মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জুমার নামাজের পর ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। এদেশের মানুষকে যেন করোনার ছোবল থেকে রক্ষা করেন এজন্য মুসল্লিরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
এর আগে ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের করোনাভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানান খতিব জাহাঙ্গীর কবির।
খতিব জুমার খুতবায় করোনাভাইরাস বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন। নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের পূর্ব নির্দেশনা মোতাবেক শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার খুতবায় করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেয়া হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।