

এতিমদের মাঝে মিষ্টি বিতরণ
জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ) ঈশ্বরদীর পৌর এলাকার তিনটি হাফিজিয়া মাদ্রাসায় আট শতাধিক এতিম শিশুদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি ও ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট সম্পাদক আসাদুজ্জামান আসিফ প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ মোনাজাত ও করোনা ভাইরাস থেকে দেশকে মুক্তি করতে দোয়া করা হয়।