

থানা পুলিশের মুজিববর্ষ উদযাপন।
মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কেটে বাঙালি জাতির মুক্তির মহানায়ক, বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করলেন ঈশ্বরদী থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় থানা কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী, থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার ও পুলিশের গোয়েন্দা ইউনিট (ডিএসবি) ঈশ্বরদী শাখার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শেখ মোঃ মোবারক হোসেন পারভেজ থানা পুলিশের সব সদস্যেদের সাথে নিয়ে এ অনুষ্ঠান করেন।