

ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উদ্বোধন আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ)। দিবসটি উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে সারা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা যায়। সেই সাথে উদ্ভূত পরিস্থিতির কারণে মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
উপজেলা প্রশাসন
উপজেলা কার্যালয় সুত্রে জানা গেছে, সরকার ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ মার্চ দিনব্যাপী নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।
কর্মসূচিতে থাকছে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের রেলগেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বঙ্গবন্ধুর ম্যুরাল পুস্পস্তবক অর্পন, সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠে শিশু-কিশো সমাবেশ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্টানে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়াল পত্রিকা, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইমেলা, আবৃত্তি, আনন্দভোজন, মসজিদ-মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, গুরুত্বপুর্ণ গ্রোথ সেন্টার এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর উপরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, সরকারি সকল দপ্তরে এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ পতাকা দ্বারা সজ্জিতকরণ ও আলোকসজ্জাকরণ, বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল ডিসপ্লেবোর্ড ও প্রজেষ্টরের মাধ্যেমে প্রদর্শন এবং রাত ৮টায় ফানুস উৎসব অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এসব অনুষ্ঠানে অংশ নিতে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগ
স্থানীয় আওয়ামী লীগ মুজিব বর্ষ শুরুর প্রথম দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে। দলটির ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহরের দলীয় কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের পুস্পমাল্য অর্পণ, সন্ধ্যায় কেক কাটা এবং রাত ৮টায় আতশবাজি অনুষ্ঠিত হবে। তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগসহ সকল পর্যায়ের সংগঠনের নেতাকর্মীদের এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
আইন-শৃঙ্খলা
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। এই মহতী অনুষ্ঠানকে সামনে রেখে দেশের মানুষ উদগ্রীব। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপনসহ বিভ্রান্তিকর প্রচারণার ক্ষেত্রে কঠোর নজরদারি করা হবে।’
তিনি আরও বলেন, ‘বড় পরিসরে অনুষ্ঠানটি করার কথা থাকলেও করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখন ছোট পরিসরে অনুষ্ঠানটি উদ্যাপন করা হবে। বড় পরিসরে জনসমাগম করা হবে না।’ জনস্বাস্থ্যের কথা বিবেচনায় অনুষ্ঠানসূচিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।