

প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’- এ বিষয় নিয়ে ঈশ্বরদী উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মার্চ) সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে বাছাই করা ৪টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা শাকিলা জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা জাহান ও তথ্য কর্মকর্তা চন্দ্রা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।