

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস।
দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি— এই প্রতিপাদ্য সামনে রেখে ঈশ্বরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস।
এতে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, দৈনিক উন্নয়নের কথার সম্পাদক আবুল হাশেম, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন ও সাংবাদিক ওহিদুজ্জামান টিপু।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রম, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে সভায় আলোচনা হয়।
সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম।