

উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ঈশ্বরদীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঈশ্বরদী ছাত্রলীগের নেওয়া বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) ঈশ্বরদী সরকারী কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।
এসময় তিনি, ছাত্রলীগের নেতাদের মুজিববর্ষ উদযপানের বিভিন্ন অনুষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়।
টুর্নামেন্টের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি জানায়, এ টুর্নামেন্টে ছাত্রলীগের ২০টি দল অংশ গ্রহণ করছে। খেলাটি নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মী ব্যতিত কেউ উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারছে না।