

ফাইল ছবি
সারাদিন রৌদ্রজ্জল আবহাওয়ার পর রাতে ঈশ্বরদীতে বৃষ্টি হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। সাথে ছিল দমকা হওয়া।
সুপন নামে এক ব্যবসায়ি জানান, ‘রাতে বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠাণ্ডা। ভালো লাগছে।’
আরেকজন বলেন, ‘চলাফেরার জন্য ধূলাবালিতে রাস্তাঘাটের খুবেই খারাপ অবস্থা। এজন্য বৃষ্টিটার আসলে দরকার ছিলো। আর গাছে আমের মুকুল এসেছে, এটার জন্য এই বৃষ্টি খুবই উপকারী।’
ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, ‘ঈশ্বরদীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আবহাওয়ার ঋতুচক্রের হিসাবে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। ফলে এই মাসে কালবৈশাখী ও দাবদাহ হওয়াটা স্বাভাবিক। তবে এই মাসে দেশের কয়েকটি এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।’
এদিকে আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে চারটি কালবৈশাখী বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত দুটি ঝড় মাঝারি মাত্রার তীব্রতা নিয়ে আঘাত হানতে পারে।
এছাড়া মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।