

দোয়া অনুষ্ঠান।
পাবনার ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রস্তুতকারক ও বিপননকারী প্রতিষ্ঠান ‘প্যারাডাইস সুইটস্’ ঈশ্বরদীতে নতুন শাখা উদ্বোধন করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০ টায় শাখাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান বিশ্বাস ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
‘প্যারাডাইস সুইটস’ স্বত্তাধিকারী আবু ইসহাক শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্প ও বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক আবুল হাশেম, পাবনা জেলা রেস্তোরা মালিক সমিতি শাখার সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমানিক বাচ্চু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্যারাডাইস সুইটসর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করায় প্যারাডাইস সুইটস কর্তৃপক্ষ।