

শ্মশানে শিবলিঙ্গে জল ঢালেন ভক্তরা। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট
ঈশ্বরদীতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ‘হর-মুন্ড মালিনী’ উৎসব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে এ উৎসব শুরু হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উৎসবে অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের সদস্যরা শহরের মৌবাড়ি দুর্গামন্দির থেকে জল নিয়ে শুরু করে নগ্ন পদযাত্রা। পদযাত্রা শেষে শ্মশানে শিবলিঙ্গে জল ঢালেন ভক্তরা।
অধ্যাপক উদয় নাথ লাহেড়ি, কমিটির সভাপতি ডাঃ জহর লাল বাগচী, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাসসহ বিপুলসংখ্যক নারী ও পুরুষ এতে উপস্থিত ছিলেন।