

হাম-রুবেলা ক্যাম্পেইন অবহিতকরণ সভা।
চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ দেশব্যাপী পরিচালিত হবে হাম-রুবেলা ক্যাম্পেইন। এ সময় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
যেসব শিশু ইতোমধ্যে হাম-রুবেলার টিকা নিয়েছে তাদের পুনরায় এ টিকা নিতে হবে। সম্পূর্ণ সরকারি খরচে এ টিকা প্রদান করা হবে।
এ বিষয়ে ঈশ্বরদীতে অবহিতকরণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মিলনায়তনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: আসমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু।
স্যানিটারি পরিদর্শক সানোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল বাতেন ও সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। দাশুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান বকুল সরদার, কৃষক নেতা মুরাদ মালিথা, সাংবাদিক আতাউর রহমান বাবলুসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।