



নুসরাতের কান্নায় কাঁদছে দেশ। সভ্যতার এমন দিনে পাষাণ্ডতার সব সীমা অতিক্রম হয়েছে মাদরাসার শিক্ষার্থী নুসরাতকে হত্যার বেলায়। রাষ্ট্র, সমাজের পচনে আবারও দাগ কেটেছে এ নির্মমতায়। তবে প্রতিবাদী নুসরাত মরে গিয়ে শিখিয়ে গিয়েছে, আর স্তব্ধতা নয়, এবার আওয়াজ তোলো অন্যায়ের বিরুদ্ধে। এমন আওয়াজ তোলার মধ্য দিয়েই এবারের বর্ষবরণের আয়োজন।
শনিবার (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তি। রোববার (১৪ এপ্রিল) বর্ষবরণ। বৈশাখ আসছে বলে আকাশের ঈশান কোণ কৃষ্ণরূপ নিচ্ছে আরও কদিন আগেই। ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। শিলা বৃষ্টিও হলো। চৈত্রের দাবদাহ-ই গ্রীষ্মকে হাতছানি দিচ্ছে। বসন্তের উদাস হাওয়া ঝড়োরূপ নিয়ে বৈশাখী হাওয়ায় মিলছে। বৈশাখী হাওয়া গায়ে লেগেছে বর্ষবরণ সারাদেশের মতো ঈশ্বরদী উপজেলার আয়োজকদের মাঝেও।
এদিকে নববর্ষ-১৪২৫ উপলক্ষে ঈশ্বরদী শহরের উপজেলা পরিষদ চত্বরে আলপনা আঁক
ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হোসেন ভূঁইয়া এসময় তিনি বলেন, আনন্দের শেষ নেই। বাঙালি সংস্কৃতি উদযাপনের আয়োজনে কাজ করছি। একেবারে আবেগ থেকে এটা করা। বর্ষবরণের মধ্য দিয়ে সকল অসভ্যতা দূর হোক। সকল নিষ্ঠুরতা নিপাত যাক।


তবে আঞ্চলিক কৃষি ও ডাল গবেষনা ইনস্টিটিউট চত্বর, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ ও ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়ের দেয়ালে আঁকা হয়েছে আলপনা।
বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী বাঙলি খাবার পরিবেশন, সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল সাড়ে ৩টায় প্রীতি সাঁতার, ৪টায় মেহেদী রঙ, সাপুড়ে বীন, যাদু সার্কাস, জ্যোতিষ দর্শন, খাওন দাওন (পাঁচ মিশালী), ফানুষ উড্ডয়ন ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে ।
এছাড়া তিনদিনের চর নিকেতন বৈশাখী উৎসব ও বাংলা সাহিত্য সম্মেলনের আয়োজন করেছেন চরনিকেতন কাব্যমঞ্চ। উপজেলার চর গড়গড়ি গ্রামে বৈশাখী উৎসবে থাকবে শোভাযাত্রা, লাঠি খেলা, লোকজ ও বাউল সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানের পাশাপাশি কবিতা-পাঠ, বিষয়ভিত্তিক সেমিনার, সন্মাননা ও পুরস্কার বিতরণ। এতে দেশ-বিদেশের কবি, লেখক, আলোচক ও সংগীত শিল্পী অংশগ্রহন করবেন।