

প্রতীকী ছবি
ঈশ্বরদী উপজেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসার গড ফাদার নাদিম ও মুন্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় হিরোইনসহ বেশ কিছু মাদকদ্রব্য। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গেল এক সপ্তাহ থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নাদিম মজিবর রহমানের ছেলে এবং বেদুইন সোহেলের ভাই। সর্বশেষ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাদিম ও মুন্নাকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন থেকে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য আমদানী এবং বিক্রি করে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, থানা পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি অবলম্বন করেছে।
তিনি বলেন, যত দিন পরিস্থিতি স্বাভাবিক না হবে, তত দিন এ অভিযান চলবে। আরও প্রত্যন্ত এলাকায় এ অভিযান ছড়িয়ে দেওয়া হবে। যাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, তাঁদের নাম অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে নেওয়া হচ্ছে।