



মুক্তিযোদ্ধা মাহমুদুল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহমুদুল এর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। মেয়র মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বার্ধক্যজনিত কারণে মাহমুদুল রহমান ৮৩ বছর বয়সে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় শহরের রহমান কলনীর নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাহমুদুল রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এ ছাড়াও তিনি ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের (তৎকালীন জিন্নাহ কলেজ) নির্বাচিত প্রথম ভিপি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মাহমুদুল ছাত্র জীবনেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। পরে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন।
ঈশ্বরদীর রাজনীতিতে ও এলাকার উন্নয়নে মাহমুদুল ইসলাম অসামান্য অবদান রেখে গেছেন- একথা তার কট্টর সমালোচকরাও স্বীকার করেন। তার মৃত্যুতে ঈশ্বরদীবাসী যেমন একজন অভিজ্ঞ রাজনীতিককে হারালো, তেমনি তৈরি হলো একটি বড় শূন্যতা-এমনটাই মনে করছেন এলাকার মানুষ।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে (বাদ জোহর) ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।