

শিক্ষার্থীরা দু'পাশ থেকে ফুলের পাপরি ছিটিয়ে প্রধান অতিথিসহ অন্যন্য অতিথিদের বরণ করে নেন।
বাবা-মা, শিক্ষকদের কথা শুনে; নিয়ম-শৃঙ্খলা মেনে সুন্দর জীবন গড়তে শিশু-কিশোরদের পরামর্শ দিয়েছেন ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার শরীফ।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় ঈশ্বরদী ভাষা শহীদ বিদ্যানিকেতন ও চরমিরকামারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। তাঁর আগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে তিনি।
শিশু-কিশোরদের তিনি বলেন, তোমরা বাবা-মায়ের কথা শুনবে। শিক্ষকদের কথা শুনবে। নিয়ম-শৃঙ্খলা মেনে চলবে। সুন্দরভাবে জীবন যাপন করবে। সেটাই আমি কামনা করি। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যেন এগিয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে আমরা ঈশ্বরদীকে মুক্ত করতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে দেন ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার শরীফ।
ভাষা শহীদ বিদ্যানিকেতন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য ছাইফুল আলম বাবু মন্ডল, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, চরমিরকামারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সরদার, রনিকা মাহনূর, সমাজকর্মী প্রকৌশলী শহীদ হাসান লীন, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি প্রমুখ।
দিনব্যাপী এ অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরমিরকামারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোক্তার হোসেন।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।