

কম্বল বিতরণ করছেন অতিথিবৃন্দ ।
মাঘ মাসের কনকনে শীতে ঈশ্বরদীর বিভিন্ন বস্তি ও সুবিধাবঞ্চিত এলাকার ৩ শতাধিক দুঃস্থ শীতার্তদের কাছে উষ্ণতার পরশ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সমকাল সুহৃদ সমাবেশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আল-খায়ের ফাউন্ডেশন, এসজি শারমিন গ্রুপ ও লাবিব গ্রুপের সহযোগিতায় ঈশ্বরদী শাখা সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এ উপলক্ষ্যে ‘শীতার্তদের জন্য ভালবাসার উষ্ণতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।
সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আর.কে.বাবুর সভাপতিত্বে এবং সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদারের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ফজলুর রহমান ফান্টু, আমেরিকা প্রবাসী চিত্রশিল্পী মামুন রিয়াজী, হামিম গ্রুপের রিফাত গার্মেন্টস লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ ফজলুল হক, ঈশ্বরদীর বিজয় স্মৃতিস্তম্ভ ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইনার নিজাম উদ্দিন খান বাদল, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শাহিন, সংগঠক আফছার আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম।