রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে শনিবার (১ জুন) দুপুরে ইট পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম আল আমিন (২৮)। সে নিলফামারী জেলার ডোমার উপজেলার বোমতি গ্রামের আবুল হাশেম আলীর ছেলে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্টারপ্রাইজের শ্রমিক।
প্রতক্ষদর্শী সুত্রে জানা যায়, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ানদের থাকার জন্য দিয়াড় সাহাপুরে নির্মাণাধীন গ্রিনসিটির ৪নং ভবনের ১৬ তলা থেকে শনিবার দুপুরে আল আমিনের মাথার ওপর ইট পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারে হস্তান্তর করা হবে।