দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রম অপার সমৃদ্ধি ও সম্ভাবনার পথে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে সোমবার (২০ জানুয়ারি) সকালে ঈশ্বরদীর পাকশী রূপপুর এলাকায় ব্যাংকটির উপশাখার উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ উপশাখার উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক সেলিম রেজা খান।
এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রুইন ওয়ার্ল্ডের পরিচালক (অর্থ) কোনেনকো ভাইসলভ, মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী, খাঁন এ্যাগ্রোর পরিচালক মফিকুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।