বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর থেকে ঈশ্বরদীতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।
শহরের ব্যস্ততম সড়ক রেলগেট ও আশেপাশের এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাতে ফেরীওয়ালাদের হাকডাক নেই। ব্যবসা প্রতিষ্ঠা দোকানপাট বন্ধ। বাজারের ভেতর চটপটি, হালিম ফুচকা বিক্রেতাসহ চায়ের টং দোকানগুলো পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ওয়াদুদ হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঈশ্বরদীতে ঝড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে শনিবারও সারাদিন বৃষ্টি হতে পারে।