ঈশ্বরদী সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন।
সোমবার (২২ ফেরুয়ারি) তিনি শহরের শেরশাহ সড়কে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসটি পরিদর্শন করেন।
বিকেল ৪টায় পরিদর্শনের জন্য সার্কেল অফিসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ডিআইজি আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ রানা, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে ডিআইজি আব্দুল বাতেন সার্কেল অফিসে উপস্থিত কর্মকর্তাদের মুজিববর্ষের শুভেচ্ছা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মানে নিরলসভাবে দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তিনি ঈশ্বরদীসহ পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্থিতিশীল ও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।