ঈশ্বরদী পূর্ব টেংরী বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।
বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জমসেদ আলী।
অনুষ্ঠানে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষাথীরা নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করে।