চরে পেঁয়াজ লাগিয়ে বাড়ি ফেরার সময় পদ্মা নদীতে নৌকা ডুবে নাসিম মল্লিক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মা নদীর মোল্লার ঘাটে এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নাসিম সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আইনুল মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানান, এলাকা থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল পদ্মা নদীর ওপারে পেঁয়াজ লাগাতে যায়। ফেরার সময় অতিরিক্ত ভারে পাড়ের কাছে নৌকাটি উল্টে যান। সবাই সাঁতরে উপরে উঠলেও নাসিম ডুবে যায়। তিনি আরো জানান, ডুবুরিদের না পেয়ে স্থানীয় লোকজন নদীতে জাল ও বর্শী ফেলে উদ্ধার চেষ্টা চালান। অবশেষে রাতে বর্শীতে নাসিমের লাশ উঠে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সিনিয়র স্টেশন অফিসার সাহেব বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। লাশটি পাকশী নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করে। নৌপুলিশের অনুমতিক্রমে নাসিমের মৃতদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।