ঈশ্বরদীর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ হাফেজ ও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) ভোরে ৪টায় শহরের বাজার এলাকার হোটেল মিস্টার ডনে এ ঘটনা ঘটে।
শনিবার (১ জুন) বেলা ১২টায় থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে হোটেল মিস্টার ডন আবাসিক হোটেলের চতুর্থতলার ২০১ নম্বর কক্ষ থেকে দিনাজপুর নয়ানগর গ্রামের মিরাজ উদ্দিন মন্ডলের ছেলে হাফেজ আরিফ আল মামুন (২৩) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শোভন ইসলাম (১৯) পুলিশের হাতে গ্রেফতার হয়। উদ্ধার করা হয় টলিব্যাগ (লাগেজ) ভর্তি ১০৫ বোতল ফেন্সিডিল। থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফেন্সিডিল গুলো দিনাজপুর এলাকা থেকে সংগ্রহ করে সীমান্ত ট্রেনে ঈশ্বরদী এসে বিক্রির জন্য হোটেলে অবস্থান করছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারও হওয়া মাদকের আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।