ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জহুরুল হককে বদলি করা হয়েছে। তাঁকে ঈশ্বরদী থেকে ঢাকার হেড কোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।