ঈশ্বরদীতে ধান বোঝায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক সুমন আলী (২৮) নিহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দিয়ার সাহাপুর নতুন হাট মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামের রোজদার আলী শেখের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পাবনা থেকে ধান নিয়ে ওই ট্রাক কুষ্টিয়ার দিকে আসছিল। পেছনের ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হলে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য নিহত চালকের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।