ঈশ্বরদী উপজেলার পৌর এলাকায় শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জরুরী কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সূত্রে জানা যায়, শুক্রবার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর ও পাতিলাখালী ৩৩/১১ কেভি বিদ্যুৎ লাইনের উপরের গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য উপজেলার পৌর এলাকায় সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বিদ্যুৎ সরবরাহ বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর এলাকায় বিদ্যুৎ থাকবে না। তিনি বলেন, জরুরী কাজ শেষ হলে ৪টার আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।