আর অন্য দশটা দিনের মত নয়। ঘড়ির কাঁটায় যখন রাত পৌনে আটটা ছুঁয়েছে। পৌষের প্রচণ্ড শীত, কনকনে ঠাণ্ডা আর বাতাসে দাঁতের মাড়ি হাড়গোড় মাড়িয়ে যাওয়ার উপক্রম।
ঠিক তখন হঠাৎ সাঁড়া গোপালপুর হাফেজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা পেলো আনন্দের বার্তা। বোন সাবরিন শিরিন সূহির জন্মদিন উৎসব না করে, অসহায় শিশুদের মলিন মুখে কিছুক্ষণের জন্য আনন্দ আর হাসি এনে দিয়েছিলো ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।
শীতে গরম কম্বল পেয়ে আরো কয়েকগুণ আনন্দে মেতে উঠে এই শিশুরা। তাদের এই আনন্দ দেখে অতিথিরাও আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী শহরের পৌর এলাকার এ আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ চৌধুরী মিলননের সভাপতিত্বে ও হাফেজ আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাকিল আহমেদ ও যুবলীগ নেতা উজ্জ্বল হোসেন প্রমুখ।