সারাদেশে নারী/শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে একটি সংগঠন। ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে শনিবার (২০ জুলাই) সকালে আলোর পথযাত্রী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল। তিনি ধর্ষণের প্রতিবাদে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান ছাত্রসমাজ যদি ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়, এই দেশে আর কোনো বোনকে নির্যাতনের শিকার হতে হবে না। মানববন্ধনে উপস্থিত সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে, যেখানেই নারী বা শিশু নির্যাতন হবে, সেখানেই তাঁরা প্রতিবাদের আওয়াজ তুলবেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, আলোর পথযাত্রীর সভাপতি খালেদ মাহমুদ সুজন, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক সোবাহান নাহিদ, প্রচার সম্পাদক তন্ময় কুমার, সাংস্কৃতিক সম্পাদক এসটিএল শামীম, শিক্ষক সঞ্চয় কুমার ও আনোয়ার হোসেন প্রমুখ।