ঈশ্বরদীতে মায়ের ওপর অভিমান করে পিয়ন্তী খাতুন (১৬) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৭ অক্টোবর) রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পিয়ন্তী ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে এবং ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পড়ালেখা-সংক্রান্ত বিষয়ে পিয়ন্তীর মা তাকে বকাবকি করে। আর সেটা সহ্য করতে না পেরে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।