ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনে ওই বাড়ির ৩টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এলাকাবাসী ও দমকল বাহিনী জানায়, কালিকাপুর গ্রামে সরোয়ার হোসেনের টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। অগ্নিকাণ্ডের সময় ওই বাড়িতে কেউ ছিল না।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। আগুনে টিনশেডের ওই বাড়ির ৩টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
এদিকে সংবাদ পেয়ে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।