ঈশ্বরদীতে বে-সরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প-২০১৯ উদ্বোধন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সোমবার (১৮ নভেম্বর) সকালে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ছলিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা।
এ উপলক্ষে উপজেলার ঢুলটি নূরজাহান স্বাস্থ্য কেন্দ্র চত্বরে নিউএরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, ‘নিউ এরা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত প্রায় এক হাজার রোগীর চোখের ছানি অপারেশনসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শীতার্থদের কম্বল বিতরণ, গৃহহীনদের গৃহ নির্মাণসামগ্রী প্রদানসহ আর্তমানবতার সেবা করা হচ্ছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শেখ মহসিন, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান ও নূরজাহান স্বাস্থ্য কেন্দ্রর মেডিক্যাল অফিসার মোহাম্মদ রিয়াদুল জান্নাত প্রমুখ।