ঈশ্বরদীতে পশুর হাটের ইজারা দেওয়াকে কেন্দ্র এক ট্র্যাক্টর চালকের বাড়িতে আগুন দিয়েছে আততায়ীরা।
উপজেলার ঢুলটি বাজার এলাকায় রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ধান, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একদল আততায়ীরা মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কালাম আজাদের বসত বাড়িতে হামলা চালিয়ে তাঁর একটি ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকায় তারা প্রাণে রক্ষা পান। পরে আশপাশের লোকজনের আর্তচিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।
ঈশ্বরদী থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।