ঈশ্বরদী জংশন ষ্টেশন প্লাটফর্মে এক ব্যক্তির ব্যাগ থেকে এক কেজি ৯’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ। রোববার (২১ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আল-আমিন নামে (১৯) এক ট্রেন যাত্রীকে আটক করা হয়েছে। আল-আমিন চুয়াডাঙ্গা জেলার দর্শনার রাঙ্গের পোতা ইউনিয়নের শিঙনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী অভিমুখি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন থেকে ঈশ্বরদী ষ্টেশনে ২ নম্বর প্লাটফর্মে নামে আল-আমিন। ষ্টেশনে নামার পর আচরণ ও গতিবিধি সন্দেহ মনে হলে দায়িত্বরত পুলিশ তল্লাশি চালিয়ে তার ব্যাগে’র ভেতর থেকে গাঁজা উদ্ধার করে।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র কর্মকার জানান, আল আমিনের বিরুদ্ধে ঈশ্বরদী রেল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।