পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা পরিষদের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে গড়ে তোলা ঈশ্বরদীর একটি ইট ভাটা গুঁড়িয়ে দিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের উপস্থিতিতে লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় ‘মেসার্স আনোয়ারুল ব্রিকস’ ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়।
অভিযানের সময় পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন উপস্থিতি ছিলেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, এ ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা পরিষদের কোনো রকম লাইসেন্স ছাড়াই নির্মিত হয়েছে। বার বার এ ব্যাপারে জানানোর পরও ভাটা মালিক কোনো সাড়া না দেওয়ায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা পরিষদ থেকে লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে নির্মিত ও প্রতিনিয়ত দূষণ সৃষ্টিকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তবে মেসার্স আনোয়ারুল ব্রিকস মালিক আনোয়ারুল বলেন, ভাটায় ইট তৈরির অনুমোদনের কাগজপত্র পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।
তাছাড়া সংশ্লিষ্ট দপ্তর ইটভাটা বন্ধ বা ভেঙে দেওয়ার কোনো নোটিস দেয়নি বলেও দাবি করেন তিনি।
অভিযানে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ উপস্থিত ছিল।