ঈশ্বরদীর উপজেলার একটি বাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে এ পরিবারের মোট চারটি ঘর পুড়ে গেছে।
শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনাকে নাশকতামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বাড়ির মালিক রশিদ খাঁন। এই ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
বাড়ি মালিকের ছেলে রাসেল খাঁন বলেন, ‘দুর্বৃত্তরা রাতে তাঁদের বাড়ির পূর্ব পাশের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তিনি (রাসেল) দেখে চিৎকার করলে এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের মূল্যবান ডকুমেন্ট ও শীতবস্ত্রসহ আসবাবপত্রসহ অন্যান্য মালামাল আগুনে ভস্মীভূত হয়।’
ওই এলাকায় দায়িত্বে থাকা নৈশ্যপ্রহারী নাম প্রকাশ না করা শর্তে জানান, ‘রাত অনুমানিক ১২টার দিকে ৪-৫ জন যুবক মুখে কাপড় বেঁধে পালিয়ে যাচ্ছিল। এসময় নৈশ্যপ্রহরী তাঁদের জিজ্ঞাসা করলে তারা নৈশ্য প্রহরীকের ধমক দিয়ে চলে যায়। এরপরই তিনি জানতে পারেন এক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে আমরা পরিষ্কার না। ক্ষতিগ্রস্ত পরিবার মামলার প্রস্তুতি নিয়েছে। মামলাটি হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’