ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া ও সাঁড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে অন্তত ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। পরে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এনে তা পুড়িয়ে ফেলা হয়।
আজ সোমবার (২২ জুলাই) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহানের নেতৃত্বে পাকশী ফাঁড়ি নৌ পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
শাকিলা জাহান বলেন, ‘পাকশী ও সাঁড়া ইউনিয়নের পদ্মাপাড়ের জেলেদের একটি অংশ পদ্মানদীতে কারেন্ট জাল পেতে মাছ শিকার করছেন। তাতে মা মাছসহ পোনা মাছ ধরা হচ্ছে। কিছু জাল পদ্মাপাড়ে এবং কিছু জাল নদীর মধ্যে থেকে উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে কারেন্টজালের মাধ্যমে মাছ শিকার প্রতিরোধে অভিযান চলমান থাকবে।’