

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: এএফপি
করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসোলেশনে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে আইসিইউতে নেয়া হয় বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে।
করোনাভাইরাসের উপসর্গ কমে আসার কোনো লক্ষণ না থাকায় রবিবার ৫৫ বছর বয়স্ক প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকালে তাকে অক্সিজেন দেয়া হয়। তারপর তাকে আইসিউতে নিয়ে যাওয়া হয়।
১০ দিন আগে বরিস জনসনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হবার পর থেকে ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে ছিলেন।
সরকারের এক মুখপাত্র জানান, জনসন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে বলেছেন।