

পরমাণু চুল্লি। ছবি : ইউরো নিউজ
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে এ ব্যাপারে বিদেশি বিশেষজ্ঞদের কাছ থেকে লাইসেন্সও ইস্যু করেছে দেশটি।
আরব আমিরাত সরকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এ ব্যাপারে আরব আমিরাত সরকার জানিয়েছে, রাজধানী আবুধাবির পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বারাকাহ পরমাণু স্থাপনায় এই চুল্লি নির্মাণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আল-কাবি বলেছেন, তার দেশ চারটি পরমাণু চুল্লি নির্মাণের প্রস্তুতি গ্রহণ করেছে। এর মধ্য শিগগিরই প্রথম চুল্লিটির নির্মাণ কাজ শুরু হবে।
জানা গেছে, এ পরমাণু চুল্লি তৈরিতে সংযুক্ত আরব আমিরাতকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি জ্বালানি করপোরেশন। প্রথম পরমাণু চুল্লিটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৪০ কোটি ডলার।