আমেরিকায় জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে নিউ জার্সির লেকের পানিতে ডুবে প্রাণ হারালেন ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে আমেরিকার নিউ জার্সিতে ছিলেন বিশাখাপত্তনমের বাসিন্দা অবিনাশ কুনা নামে বছর বত্রিশের ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ৩২ বছরের জন্মদিন উদযাপনে অফিস থেকে ছুটি নিয়ে কয়েকজন সহকর্মীর সঙ্গে গিয়েছিলেন নিউ জার্সির এক লেকে।
একটি নৌকা ভাড়া করে, তাতে উঠেছিলেন আটজন। উৎসাহের আতিশয্যে নৌকা থেকে লেকের পানিতে ঝাঁপ দেন অবিনাশ। অবিনাশকে উঠতে না দেখে, বন্ধু-সহকর্মীদের টনক নড়ে। চিৎকার করে লোকজন জড়ো করে, লেকের পানি থেকে ভারতীয় ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।